এডমিন ডিলের মাধ্যমে ডিজিটাল পণ্য ক্রয়-বিক্রয় করার পদ্ধতি জেনে নিন।
বর্তমানে অনলাইনের যুগে বিভিন্ন ডিজিটাল সম্পত্তি যেমন Facebook Pages, YouTube Channel, Gaming Account, Documents ইত্যাদি অনলাইনে এডমিন ডিল এর মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যায়। এডমিন ডিল কিভাবে করা হয়? খুবই সহজ মাত্র তিনটি ধাপ অনুসরণ করে এডমিন ডিল সম্পন্ন করা হয় যেমনঃ প্রথমে ক্রেতা তার জামানত(টাকা) এডমিন এর কাছে রাখে। এডমিন জামানত(টাকা) পাওয়ার পর বিক্রেতাকে, ক্রেতার কাছে পণ্য বা সেবা পৌঁছে দিতে বলে। বিক্রেতা ক্রেতাকে পণ্য বা সেবা দেওয়ার পর অ্যাডমিন বিক্রেতার কাছে জামানত(টাকা) দিয়ে দেয়। এডমিন ডিল কেন করা হয়? বেশিরভাগ ক্ষেত্রেই এডমিন ডিল ছাড়া ক্রয় বিক্রয় করার ফলে ৯৯.৯% প্রতারণা শিকার হচ্ছে, তাই ক্রয় বিক্রয়কারীদের একমাত্র বিশ্বস্ত স্থান হচ্ছে এডমিন । ভালো রিভিউ পাওয়া যেকোনো এডমিন আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমাদের ও এডমিন ডিল সার্ভিস রয়েছে, চাইলে আপনি আমাদের মাধ্যমে এডমিন ডিল করে আপনার মূল্যবান পণ্য ক্রয় ও বিক্রয় করতে পারেন। আশা করি এডমিন ডিলের মাধ্যমে ডিজিটাল পণ্য ক্রয়-বিক্রয় করার পদ্ধতি বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।...