এডমিন ডিলের মাধ্যমে ডিজিটাল পণ্য ক্রয়-বিক্রয় করার পদ্ধতি জেনে নিন।
বর্তমানে অনলাইনের যুগে বিভিন্ন ডিজিটাল সম্পত্তি যেমন Facebook Pages, YouTube Channel, Gaming Account, Documents ইত্যাদি অনলাইনে এডমিন ডিল এর মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যায়।
এডমিন ডিল কিভাবে করা হয়?
খুবই সহজ মাত্র তিনটি ধাপ অনুসরণ করে এডমিন ডিল সম্পন্ন করা হয় যেমনঃ
- প্রথমে ক্রেতা তার জামানত(টাকা) এডমিন এর কাছে রাখে।
- এডমিন জামানত(টাকা) পাওয়ার পর বিক্রেতাকে, ক্রেতার কাছে পণ্য বা সেবা পৌঁছে দিতে বলে।
- বিক্রেতা ক্রেতাকে পণ্য বা সেবা দেওয়ার পর অ্যাডমিন বিক্রেতার কাছে জামানত(টাকা) দিয়ে দেয়।
এডমিন ডিল কেন করা হয়?
বেশিরভাগ ক্ষেত্রেই এডমিন ডিল ছাড়া ক্রয় বিক্রয় করার ফলে ৯৯.৯% প্রতারণা শিকার হচ্ছে, তাই ক্রয় বিক্রয়কারীদের একমাত্র বিশ্বস্ত স্থান হচ্ছে এডমিন। ভালো রিভিউ পাওয়া যেকোনো এডমিন আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন।
আমাদের ও এডমিন ডিল সার্ভিস রয়েছে, চাইলে আপনি আমাদের মাধ্যমে এডমিন ডিল করে আপনার মূল্যবান পণ্য ক্রয় ও বিক্রয় করতে পারেন।
আশা করি এডমিন ডিলের মাধ্যমে ডিজিটাল পণ্য ক্রয়-বিক্রয় করার পদ্ধতি বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। নিরাপদ লেনদেন এর জন্য এডমিন ডিল করুন।
ধন্যবাদান্তে মোঃ ইয়াছিন।
adminvai.com